আল্লাহ তাআলার মেহেরবানী এবং তারই করুণায় অনেক মেহনতের দ্বারা ইসলাম প্রতিষ্ঠিত হয়েছে। আজকের এই ইসলামের পরিপূর্ণতা যুগে যুগে নবী রাসুলের ত্যাগ এবং উম্মতের গ্রহণ ও মানার যোগ্যতার ফলে ইসলামের আদর্শ বিদ্যমান রয়েছে। আমরা কেহ মানি বা না মানি এর ধারক ও বাহক আল্লাহ নিজেই। কখনো কি চিন্তা করেছি যে, ইসলাম কত সহজ ভাবে পেয়েছি এর জন্য কি আমাকে কোনো কষ্ট করতে হয়েছে কিনা বা আমি যে ইসলাম পেয়েছি এর কতটুকুই বা আমি বুঝতে পেরেছি এবং আমি কি ইসলামকে পরিপূর্ণ অনুধাবন করতে পেরেছি, আর সে অনুযায়ী আমল করতে পারছি। তাই ইসলামকে বুঝতে হলে কোরআন ও সুন্নাহকে ভালোভাবে বুঝতে হবে। কোরআনকে ভালোভাবে বুঝতে হলে কোরআন এর আয়াত এবং আয়াত অনুযায়ী হুজুরে পাক (সা.) এর হাদিস সমূহ জানতে হবে। পরিপূর্ণ জ্ঞাত হয়ে সে অনুযায়ী আমল করতে হবে। এজন্যই আমার এই ক্ষুদ্র প্রয়াস। সকলের নিকট দোয়ার দরখাস্ত, আল্লাহ তাআলা সকলকে সহিবুঝ দান করুন। আমিন।
IELTS is one of the most popular and leading English Language Testing System around the globe. It not only measures your proficiency of the English Language but also a good score in IELTS opens a lot of opportunities for future world of work. Here, you will find a very personalized form of IELTS support and this course is intended to prepare you for a good score.