এ পাঠ্যসূচি পরিবর্তনশীল চাহিদার প্রেক্ষিতে এসএসসি (ভোকেশনাল) ইলেকট্রিক্যাল নবম শ্রেণীর শিক্ষাক্রমে অধ্যায়নরত শিক্ষার্থীদের যথাযথভাবে কারিগরি শিক্ষায় দক্ষ জনশক্তি হিসেবে গড়ে তুলতে যতার্থ ভূমিকা রাখবে। অভ্যন্তরীণ ও বহিঃবিশ্বের চাকুরির সুযোগ সুবিধাবৃদ্ধি, আত্মকর্মংসংস্থানে উদ্যোগী হওয়াসহ উচ্চ শিক্ষার পথ সুগম হবে।
এই বিষয়টি অধ্যায়নের উদ্দেশ্য বিভিন্ন প্রকার ইলেকট্রিক্যাল ও ইলেকট্রনিক্স ডিভাইস, যেমন- সেমি-কন্ডাক্টর, রেক্টফায়ার, ফিল্টার, ইলেকট্রনিক টাইমার, পিএলসি, ডিসি জেনারেটর, ডিসি মোটর, সিঙ্গেল ফেজ মোটরের গঠন,ব্যবহার ,কাজ ও রক্ষনাবেক্ষনের বিষয়ে বিস্তারিত জ্ঞান লাভ করতে পারবে।
এস এস সি ও দাখিল(ভোকেশনাল) দশম শ্রেণি ফার্ম মেশিনারি ট্রেডে অধ্যায়নরত ছাত্র-ছাত্রীদের যথাযথভাবে কারিগরি শিক্ষায় দক্ষ করে গড়ে তুলতে সক্ষম হবে।
১. পোল্ট্রির অর্থনৈতিক গুরুত্ব
২. মুরগির বিভিন্ন জাত পরিচিতি
৩. মুরগি পালনের বিভিন্ন পদ্ধতি
৪. ব্রয়লার পালন পদ্ধতি
৫. ব্রয়লারের রোগ প্রতিরোধ ব্যবস্থাপনা
৬. ব্রয়লার বাজারজাতকরন
বিল্ডিং মেইনটেন্যান্সের
মৌলিক বিষয়াদি , ইট , বালি ,সিমেন্ট , চুন ,লোহা ,সিরামিক ইট
এই অধ্যায়ের মাধ্যমে সংখ্যা পদ্ধতি, ডিজিটাল লজিক, কম্পিউটারের বিভিন্ন স্টোরেজ মিডিয়া, পেরিফেলাস ডিভাইস, পাওয়ার ব্যাকআপ সিস্টেম, হার্ডওয়্যার ও সফটওয়্যার ট্রাবলশুটিং সম্পর্কে ধারণা পাওয়া যাবে। এছাড়া কম্পিউটার ভাইরাস, এন্টিভাইরাস এবং কম্পিউটার পরিচালনায় রিস্ক এন্ড রেসপনসিবিলিটি সম্পর্কে ধারণা পাওয়া যাবে।
Communicative English with four skills.
To ensure the communicative four skills the course is designed.